March 19, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পুরুষের মাতৃত্ব নিয়ে চলচ্চিত্র!

বিনোদন ডেস্ক : একটি নতুন প্রাণের সৃষ্টি শুধু মেয়েরাই করতে পারে কিংবা মা হওয়া সুখ অন্যরকম- এই কথার বিপরীতে দাঁড়িয়ে তৈরি হয়েছে বলিউড ছবি ‘আই অ্যাম মিস্টার মাদার’। এতে আধুনিক প্রযুক্তির সহায়তায় মাতৃত্ব গ্রহণ তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করেছেন নবাগত আই এ সিদ্দিকি।

ভারতের সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ”এটিই প্রথম নয়। পুরুষের গর্ভাবস্থা নিয়ে বড় পর্দায় আগেও কাজ হয়েছে। সেগুলোতে বিষয়টিকে খুব হালকাভাবে দেখানো হয়েছে। কিন্তু ‘আই অ্যাম মিস্টার মাদার’ ছবিতে পুরুষের গর্ভাবস্থাকে বর্ণনার পাশাপাশি রয়েছে একটা ইমোশনাল ড্রামা”।

তিনি আরও বলেন, ‘শাহরুখ বা সালমানের মতো স্টার আমার ছবিতে নেই। আমার ছবির স্টার এর চিত্রনাট্য।’
ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম তিনি প্রকাশ করেননি।

চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। যদিও তা নিয়ে বিশেষ কোনও বাড়াবাড়ি হয়নি, বলে দাবি সিদ্দিকির।

‘আই অ্যাম মিস্টার মাদার’ জুন মাসে মুক্তি পাবে। আপাতত চলছে এর প্রচারণা।

https://youtu.be/oQ4TDI1Ev6s

Print Friendly, PDF & Email