October 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অজ্ঞান পার্টির খপ্পরে বিআইডব্লিউটিসির প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক : মাওয়া থেকে ঢাকা আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড় লাখ টাকা মোবাইল খুইয়েছেন বিআইডব্লিউটিসির সহকারী প্রকৌশলী ফয়েজুর রহমান (৪৫)।

তিনি রাজধানীর পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ে বাস করেন। তার বাবার নাম আতিকুর রহমান।

জানা গেছে, ঢাকায় বাস করলেও তার কর্মক্ষেত্র মাওয়ায়। সেখান থেকেই তিনি ঢাকায় মালপত্র কিনতে আসছিলেন।

তার অফিসের ডিজিএম মোতাহার হোসেন জানান, সকাল ১১টার দিকে মালপত্র কিনতে দেড় লাখ টাকা নিয়ে ফয়েজুর ঢাকায় রওনা দেন। পথে বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তার কাছে থাকা টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেওয়া হয়েছে। দুপুরের দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে বাস থেকে অজ্হান অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন কয়েকজন মানুষ।