নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আলহাজ অ্যাড. আবদুল মোবিন মারা গেছেন (ইন্না… রাজিউন)। বুধবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে অ্যাড. মোবিনের বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবার ও ইসলামিক পার্টির পক্ষ থেকে আব্দুল মোবিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়।
এ বিভাগের আরো..
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের
বিএনপি’র ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : ওবায়দুল কাদের
আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।