নিজস্ব প্রতিবেদক : দুই মেয়রের শপথ গ্রহণশেষে উত্তর-দক্ষিণের দুই প্রশাসককে প্রত্যাহার করে নিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত মোস্তফাকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ড. রাখালচন্দ্র বর্মনকে প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
উল্লেখ, গত বছরের ১১ ডিসেম্বর এ দুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ২০১১ সালের পর থেকে এ দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েই কাজ চলছিল।
এ বিভাগের আরো..
গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়
মোর্চা করে লাভ নেই, আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে : তথ্যমন্ত্রী