আদালত প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গাড়ি পোড়ানো চার মামলার বিষয়ে জারি করা রুলের শুনানি আগামী ২৮ মে।
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
এর আগে ১৬ এপ্রিল এই চার মামলার মধ্যে এক মামলায় জামিন দেয়ার পাশাপাশি সকল মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করেছিলেন একই আদালত।
বুধবার আদালতে ফখরুলের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জিন্নাহ।
গত ১২ এপ্রিল রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদনগুলো দায়ের করেন।
এ বিভাগের আরো..
বিচার বিভাগে আস্থা হারালে খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হয়: প্রধান বিচারপতি
২ বছর পর খালাস পেলেন সাংবাদিক চপল
ওসি ফিরোজ কবির সস্ত্রীক দন্ডিত