নিজস্ব প্রতিবেদক : সঞ্চয়পত্রের সুদের হার প্রায় ২ শতাংশ কমল। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার ছিল ১৩ দশমিক ১৯ শতাংশ। কমিয়ে তা করা হয়েছে ১১ দশমিক ১৬ শতাংশ।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে আজ রোববার এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে বলে জানান।
দেশে বর্তমানে পাঁচ ধরনের সঞ্চয়পত্র রয়েছে। প্রায় ২ শতাংশ করে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হারই কমানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের সুদের হার ১৩ দশমিক ১৯ শতাংশ, তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১২ দশমিক ৫৯ শতাংশ এবং ডাকঘর ও পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এ সুদের হার থেকে প্রতিটির প্রায় ২ শতাংশ করে কমবে।
জানা গেছে, উচ্চ সুদের হারের কারণে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ ছাড়া আগে কেনা সঞ্চয়পত্রের আসল এবং সুদ বাবদ এ সময়ে সরকার ৮ হাজার ২৫০ কোটি টাকা পরিশোধ করেছে।
এ বিভাগের আরো..
বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না : প্রধানমন্ত্রী
বাংলাদেশ জাতিসংঘে মানবতার জন্য ভোট দিয়েছে, কোনো দেশের বিরুদ্ধে নয় : প্রধানমন্ত্রী
উন্নত বাংলাদেশ বিনির্মানে নিষ্ঠার সাথে কাজ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি স্পিকারের আহ্বান