May 20, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এসএসসি পরীক্ষার ফলাফল ৩০ মে

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৩০ মে প্রকাশিত হবে। ওই দিন (শনিবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হবে।

সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এরপর ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।”

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে সাত লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।