নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৩০ মে প্রকাশিত হবে। ওই দিন (শনিবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এরপর ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে সাত লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
এ বিভাগের আরো..
আত্রাইয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং
ভোলার তজুমদ্দিন মেঘনায় বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে জেলে নিখোঁজ
বিএনপি আমলের নির্বাচন এতটাই কলুষিত যে এ নিয়ে তাদের কথা বলার কোন অধিকার নেই : প্রধানমন্ত্রী