October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক প্রতিবেদন : দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে বাতাসের একটানা গতিবেগ ৪৫ থেকে ৬০ ডিগ্রী পর্যন্ত বয়ে যেতে পারে।

আজ আবহাওয়া অফিসের এক বুলেটিনে এই তথ্য দিয়ে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম কুমিল্লা, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অফিসের বুলেটিনে দেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : বাসস