November 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পিন্টুর জন্য দোয়া মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার নয়াপল্টস্থ বিএনপির কেন্দ্রীয কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সর্ব স্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।