January 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফের শুরু হচ্ছে ‘রাজা ৪২০’ ছবির শুটিং

নিজস্ব প্রতিবেদক : আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে উত্তম আকাশের ‘রাজা ৪২০’ ছবির শুটিং। দুই দিনের এই শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান এবং অপু বিশ্বাস।

জানা গেছে, ঢাকার একটি শুটিং হাউজে ছবিটির চিত্রায়নের কাজ করা হবে। প্রায় একমাস বিরতির পর ফের এ ছবির শুটিং শুরু হচ্ছে।

পরিচালক উত্তম আকাশ জানান, এই বছরই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি এডিটিংয়ের কাজও শেষ করছি। দ্রুত কাজ শেষ করার জন্যই আগামী সপ্তাহে  দুইদিনের শুটিং করা হবে।

প্রসঙ্গত গত ৩ মার্চ ঢাকার হাতিরঝিল শুটিং হাউজে মহরতের মাধ্যমে শুরু হয়েছিল ‘রাজা ৪২০’ ছবির শুটিং। মা কথাচিত্রের ব্যানারে শাকিব খান এবং অপু বিশ্বাস ছাড়া ছবিটিতে অন্যদের মধ্যে অভিনয় করছেন- রাবিনা বৃষ্টি, সাদেক বাচ্চু, কাবিলা, কমল পাটেকারসহ প্রমুখরা।