March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাদালকে হারিয়ে মাদ্রিদে মারের শিরোপা হাসি

ক্রীড়া ডেস্ক : ক্লে কোর্টে রাফায়েল নাদালের বিপক্ষে প্রথম জয় পেয়েছেন অ্যান্ডি মারে। রোববার মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে স্প্যানিশ ম্যাটাডোরকে হারিয়ে শিরোপাও জেতেন ২৭ বছর বয়সী স্কটিশ র‌্যাকেটম্যান।

লাল মাটির কোর্টে আগের ছয় সাক্ষাতে নাদালের বিপক্ষে একবারও জিততে পারেননি মারে। কিন্তু রোববারের মাদ্রিদ সন্ধ্যায় ভিন্ন রূপে ধরা দিলেন ব্রিটিশ তারকা। ৬-৩, ৬-২ সেটে অনেকটা আনায়াসেই নাদালকে পরাস্ত করেন তিনি। আর ক্লে কোর্টে নিজের প্রথম মাস্টার্স শিরোপা জিতলেন উইলম্বন জয়ী তারকা।

অথচ নতুন ইতিহাস রচনায় কোর্টে নেমেছিলেন নাদাল। টানা ছয়বার মাদ্রিদ ওপেনের শিরোপা হাতে ওঠানোর লক্ষ্য নিয়ে। মঞ্চও প্রস্তুত ছিল। কিন্তু স্বাগতিক সমর্থকদের সব আশায় জল ঢেলে দিলেন মারে। প্রসঙ্গত, ব্রিটিশ তারকা গেল সপ্তাহে মিউনিখেও ক্লে কোর্টে শিরোপা জিতেছিলেন।

ম্যাচ জয়ের পর স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মারে বলেন, “ক্লে কোর্টে নাদালের বিপক্ষে জয় পাওয়া টেনিসের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। সেটি করতে পেরে আমি আনন্দিত।” অন্যদিকে শিরোপা খুঁইয়ে নিজের ভুল চালকে দুষছেন নাদাল।

Print Friendly, PDF & Email