March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। পাশাপাশি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (অ্যামেণ্ডমেন্ট) অ্যাক্ট ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রীসভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রীসভা সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা।

তিনি জানান, বাংলাদেশ-ভারত ঐতিহাসিক সীমান্ত চুক্তি বিলটি পাস করায় ভারতকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রিরা সে দেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

তিনি আরো জানান, ব্রিটেনের হাউস অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ তিন কন্যা হলেন, রোশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং রুপা হক।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তিন নাগরিককে শুভোচ্ছা ও অভিনন্দন জানানো বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email