October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অনন্ত হত্যার দায় স্বীকার আনছারুল্লাহ বাংলাটিমের

সিলেট প্রতিনিধি : সিলেটে মু্ক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টুইট করেছে আনছারুল্লাহ বাংলাটিম।

একাধিক টুইট বার্তায় আনসার বাংলা-৮ নামের এক আইডি থেকে এই হামলার দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করা হয়। তাদের অপারেশন সফল হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তাদের এই বার্তা হ্যাশট্যাগেও মাধ্যমেও প্রকাশ করা হয়।