January 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এফডিসির নতুন এমডি তপন কুমার

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন এমডি হিসেবে যোগ দিচ্ছেন তপন কুমার ঘোষ। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। দ্য রিপোর্টকে খবরটি নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) নাজমুল হোসেন খান।

বৃহস্পতিবার তপন কুমার ঘোষের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন হারুন-অর-রশীদ। রবিবার থেকে তিনি অফিস করবেন।

তপন কুমার ঘোষ এর আগে এফডিসির পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘আশা করি খুব ভালভাবেই দায়িত্ব পালন করতে পারব। যে ক্ষেত্রগুলোতে সমস্যা আছে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব।’