September 28, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হতে পারে’

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হতে পারে।’

সচিবালয়ে চ্যানেল আইয়ে মঙ্গলবার হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে কৃষি বাজেট সংক্রান্ত প্রাক বাজেট আলোচনায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক কারণে হরতাল-অবরোধের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কৃষিঋণ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সেটা রি-সিডিউল করা হতে পারে।’

Print Friendly, PDF & Email