November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার আকুতি সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক : ‘প্রচণ্ড ঠাণ্ডা লেগেছে, আমাকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করো’— স্ত্রী হাসিনা আহমেদের কাছে এমন আকুতি জানিয়েছেন বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

তবে তিনি কবে থেকে ভারতের মেঘালয়ে অবস্থান করছেন এবং কিভাবে সেখানে গেছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসিনা আহমেদ।

গুলশান-২ এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে মঙ্গলবার বিকেলে উপস্থিত সাংবাদিকদের এমন তথ্য জানান হাসিনা আহমেদ।

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভিসার জন্য আমিসহ আমার দুই আত্মীয় আবেদন করেছি। এর আগে ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন) সঙ্গে দেখা করেছি। ম্যাডাম বলেছেন, ভারতের ভিসা পাওয়ার জন্য সবরকম সহযোগিতা করবেন।’

স্বামীর সন্ধান পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এখন মানসিক শান্তি পাচ্ছি। আমার বিশ্বাস ছিল তিনি বেঁচে আছেন।’

এর আগে, মঙ্গলবার দুপুরে সালাহউদ্দিন আহমেদ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় দুপুরে তার (খালেদা) সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্ত্রী হাসিনা আহমেদ।

তিনি ওই সময় সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ তার (সালাহউদ্দিন আহমেদ) সঙ্গে কথা হয়েছে। ভারতের কোনো এক রাজ্যে তিনি আছেন। আমার সঙ্গে ফোনে তার কথা হয়েছে।’

এরপর তিনি কালো রঙের একটি গাড়িতে করে ওই এলাকা ছেড়ে যান।

দুপুর পৌনে ৩টার দিকে গুলশানের বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে দুই ঘণ্টা আগে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরো সাইন্স (মিমহাস) হাসপাতালের একজন আমাকে ফোন দেন। তিনি ইংরেজিতে আমার সঙ্গে কথা বলেন। এরপর সালাহউদ্দিনকে ধরিয়ে দেন তিনি।’

‘অপর পক্ষ থেকে আওয়াজ আসে, আমি সালাহউদ্দিন আহমেদ বলছি। আমি একটি মানসিক হাসপাতালে আছি। সুস্থ আছি, জীবিত আছি। তুমি সবাইকে এ খবরটা জানিয়ে দাও। সবাই যেন আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।’

আপনি কি সালাহউদ্দিনের কণ্ঠ চিনতে পেরেছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, ‘শতভাগ নিশ্চিত, আমি আমার স্বামীর সঙ্গে কথা বলেছি। ১০০ বছর পরে কথা হলেও আমার স্বামীর কণ্ঠ চিনতে পারবো।’

স্বামীকে আনতে সরকারের সহযোগিতা চান কি না— এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই সরকারের সহযোগিতা চাই। দেশের সবার সহযোগিতা চাই।’

খালেদা জিয়া তার (সালাহউদ্দিন) সন্ধান পাওয়ার খবরে শুকরিয়া আদায় করেছেন বলেও জানান হাসিনা আহমেদ।

প্রসঙ্গত, ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।