June 18, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীসহ সারাদেশে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে রাজধানী ঢাকা, রাজশাহী, রাজবাড়ী, যশোর, ঠাকুরগাঁও, মেহেরপুর, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের কাঠমান্ডু থেকে ৫২ কিলোমিটার পূর্বে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। সংস্থাটি ভূমিকম্পের মাত্রা জানিয়েছে ৭ দশমিক ৪ রিখটার স্কেল।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আতঙ্কিত লোকজন বাসাবাড়ি ছেড়ে সড়কে নেমে আসেন। ভূমিকম্পের ফলে পুকুর, জলাশয়ে ঢেউয়ের সৃষ্টি হয়। উত্তরাঞ্চলে ভূমিকম্পের পরপরই ঘূর্ণিঝড় হয়েছে।

এদিকে, পঞ্চগড়ের তেতুলিয়ায় ভূমিকম্পের আতঙ্কে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। কম্পন অনুভূত হলে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ভূমিকম্প পরিমাপ কেন্দ্রের ৬১১ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

দ্য রিপোর্টের রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর প্রতিনিধি জানান, ভূমিকম্পের পর পরই ও অঞ্চলের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। টর্নেডোতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।