October 22, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাহ আমানতে ১৬ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কোটি ২৫ লাখ টাকা মূল্যের তিনশ ২৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা জানান, মঙ্গলবার সকাল সাতটার পর পৃথকভাবে এসব বা পাওয়া যায়। বিমানবন্দরের টয়লেটে পাওয়া গেছে ২৮৮টি স্বর্ণের বার এবং এক বিমানযাত্রীর কাছে পাওয়া গেছে ৩৭টি।

তিনি জানান, টয়লেটে পাওয়া সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। আর দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এক যাত্রীর ব্যাগ ও দেহ তল্লাশি করে পাওয়া যায় ৩৭টি।

জব্দ করা স্বর্ণের মোট ওজন ৩৭.৯ কেজি। আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।