বিনোদন প্রতিবেদক : টেলিফিল্ম ‘অনুমতি প্রার্থনা’র শুটিংয়ে টিভি পর্দার জনপ্রিয় মুখ শমী কায়সার ও মাহফুজ আহমেদের চলতি মাসে নেপাল যাওয়ার কথা ছিল। নিরাপত্তার কারণে টেলিফিল্মটির লোকেশন পাল্টানো হয়েছে। ভূমিকম্পবিধ্বস্ত নেপালের বদলে শুটিং হবে বান্দরবানের নীলগিরিতে।
নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, আগামী ঈদে এনটিভিতে প্রচারের উদ্দেশ্যে নির্মাণ করছেন ‘অনুমতি প্রার্থনা’। বেশ আগে থেকে লোকেশন নির্বাচন করা হয়েছিল। কিন্তু ভূমিকম্প সব বদলে দিয়েছে।
আগে নাটকের জন্য প্রথমে মহড়া হতো, তার পর শুটিং। আজকাল তেমনটা দেখা যায় না। কিন্তু ‘অনুমতি প্রার্থনা’ ব্যাতিক্রম। ১২ মে শমী ও মাহফুজ মহড়ায় অংশ নিয়েছেন। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।
১১ বছর পর এই দুই তারকা একসঙ্গে অভিনয় করছেন। তাই নির্মাতা ও তিন শিল্পী বেশ খাটছেন।
চয়নিকা চৌধুরী আরও বলেন, ‘আগামী সপ্তাহে আমরা শুটিংয়ে যাব। তার আগে শিল্পীদের নিয়ে মহড়া করেছি। শুটিংয়ে যাওয়ার আগে আরও দু-এক দিন মহড়া হবে।’
এ বিভাগের আরো..
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান নির্বাচিত
ওস্তাদ শাহাদাত হোসেন খানের স্মরণসভা অনুষ্ঠিত