September 28, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ দল থেকে সাতটি পরিবর্তন নিয়ে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দলে ফিরছেন চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রিস এমপফু, ভুসি সিবান্দা, ব্রায়ান ভিটরি ও রিচমন্ড মুতাম্বামি। তাছাড়া দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত অলরাউন্ডার রয় কাইয়া।

জিম্বাবুয়ের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি- রেজিস চাকাভা, স্টুয়ার্ট মাতসেকেনেরি, তাফাদজাওয়া কামুনগোজি ও সলোমান মিয়ারের। পায়ের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন তেনদাই চাতারা। অন্যদিকে ব্রেন্ডন টেলর বিশ্বকাপের পর ইতোমধ্যেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।

জিম্বাবুয়ে স্কোয়াড:
এলটন চিগম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, রয় কাইয়া, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রিস এমপফু, তাওয়ানদা মুপারিয়া, রিচমন্ড মুতাম্বামি, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, প্রসপার উতসেয়া, ব্রায়ান ভিটরি ও শিন উইলিয়ামস।

Print Friendly, PDF & Email