October 7, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাহ আমানতে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর সকাল সোয়া ১১টা থেকে বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা কিছুসময়ের জন্য বন্ধ ছিল।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ জানান, বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে দু’জন পাইলট ছিলেন। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তাও তিনি জানাতে পারেননি।

দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। হেলিকপ্টারটি বিমানবাহিনীর সদস্যদের পরিবহন ও দাপ্তরিক কাজে ব্যবহৃত হতো।