January 20, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সচিব কমিটির সুপারিশ : সর্বনিম্ন বেতন ৮২৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক : পে কমিশনের সুপারিশ পেশ করেছে সচিব কমিটি। সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা আর সর্বনিম্ন ৮ হাজার দুইশ’ ৫০ টাকা। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

এদিন সকালে রিপোর্ট জমা দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

এর আগে কাছে গত বছরের ২১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাসউদ্দিন তার নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন জমা দেন। এর ছয় সপ্তাহের মধ্যে সচিব কমিটির মতামত দেওয়ার কথা ছিল। কিন্তু ওই কমিটি সুপারিশ চূড়ান্ত করতে বেশ কয়েকবার বৈঠক করেছে। বুধবার সচিব কমিটি তাদের সুপারিশ পেশ করে।