September 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সিলেটে হরতাল সমর্থনে মিছিল সমাবেশ

সিলেট প্রতিনিধি : গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, ‘যুক্তি’ পত্রিকার সম্পাদক ও মুক্তমনার ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে সিলেট মহানগর এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।

বুধবার সকালে নগরীর কোর্ট পয়েন্টে গণজাগরণ মঞ্চ, প্রগতিশীল ছাত্র জোটসহ অন্যান্য সংগঠনের সদস্যরা উপস্থিত হন। পরে সকাল পৌনে ৮টায় সেখান থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান হরতাল সমর্থকরা।