March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাঙ্গামাটিতে ১৫ দিনব্যাপী ত্রিপুরা নৃত্য প্রশিক্ষণ শুরু

রাঙ্গামাটি প্রতিবেদক: জেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৫ দিনব্যাপী এক নৃত্য প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
এ সময় জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্ঠা অরুনেন্দু ত্রিপুরা, সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধরাণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান হিসেবে স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ত্রিপুরা সম্প্রদায় অন্যতম। দীর্ঘদিনের কালের পরিবর্তেনে ত্রিপুরাদের সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। এ সংস্কৃতিকে রক্ষা করতে হলে চর্চার প্রয়োজন। প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে ত্রিপুরা সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের বিকাশিত করতে হবে।
প্রশিক্ষণে জেলার বাঘাইছড়ি উপজেলা, রাজস্থলী উপজেলা ও সদরের মোট ১২ জন কিশোর-কিশোরী ত্রিপুরা নৃত্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।
পরে ত্রিপুরা জনগোষ্ঠীর স্থানীয় শিল্পীরা এক নৃত্য পরিবেশ করেন।

Print Friendly, PDF & Email