নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালসীতে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে আব্দুর রহমান চঞ্চল (২৫) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক)নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে পল্লবীর উত্তর কালশীর ১২ নম্বর সেকশনে রইশেরটেক ও বুড়িরটেক এলাকার মাঝামাঝি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ পরিদর্শক ইদ্রিস মিয়া জানান, নিহত চঞ্চলের বাবার নাম হারেজ মিয়া। তার বাড়ি পল্লবীর উত্তর কালশীর ১২ নম্বর এলাকায়। চঞ্চল হোসেন মিরপুর বঙ্গবন্ধু কলেজের অনার্সের ছাত্র ছিলেন। সংঘর্ষের ঘটনায় সে মারাত্বক ভাবে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ঢামেকে নেয়ার পথে মারা যায়।
এ বিভাগের আরো..
খালেদার ১১ মামলার শুনানি ১৫ মার্চ
জামালপুরে র্যাবের অভিযানে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ১
ইয়াবা ও মাদকবহনকারী বাসসহ গ্রেফতার:র্যাব-২