March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রংপুরে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মাঝে ডিআইজি পদক প্রদান

রংপুর প্রতিবেদক: রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মাঝে ডিআইজি পদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডিআইজি কার্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ১১ জন পুলিশ সদস্যকে এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর এ পদক প্রদান করেন। পদকপ্রাপ্তদের মধ্যে রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানীকে ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পদক দেয়া হয়।

এছাড়াও শ্রেষ্ঠ জেলা হিসেবে কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্লাহ, গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে ১০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করার ঘটনায় মূল আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করতে সহায়তা করায় গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল মশিউর রহমান, শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে রংপুর বি সার্কেলের এএসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসেবে পঞ্চগড় জেলার এসআই শফিকুর রহমান, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে রংপুরের পীরগাছা থানার এসআই আব্দুল মালেক শাহ, শ্রেষ্ঠ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কুড়িগ্রাম সদর থানার এসআই ফজলুর রহমান, চৌকস এসআই হিসেবে নীলফামারী জেলার সদর থানার এসআই আরমান আলী, শ্রেষ্ঠ কোর্ট অফিসার গাইবান্ধা সদর কোর্টের এএসআই শাহ আলম, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নীলফামারীর সার্জেন্ট জ্যোতিময় রায় এবং চৌকস এএসআই হিসেবে রংপুর কোতয়ালাী থানার এএসআই আমিনুল ইসলামকে পদক দেয়া হয়।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Print Friendly, PDF & Email