November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহাখালীর সাততলা বস্তিতে ৩২টি ঘর পুড়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩২টি ঘর পুড়ে গেছে। বাবা-ছেলেসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বস্তির বাসিন্দা আবু বকরের বাসার সামনের বৈদ্যুতিক খুঁটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন লেগে যায়, পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মারাত্মক দগ্ধ হয়েছেন আবু বকর ও তার ছেলে কাওসার। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে শাহজাদী সুলতানা আরও জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। আগুনে ৩২টি ঘর পুড়ে গেছে। অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বস্তির বাসিন্দারা ধারণা করছেন।

অগ্নিকাণ্ডের সময় বস্তির বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। হৈ চৈ শুরু হলে আতঙ্কিত হয়ে লোকজন বেরি হয়ে আসতে শুরু করেন। তবে সময়মতো বের হতে না পারায় কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।