November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খালেদা ও তারেকের প্রতি অনাস্থা জানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনাস্থা জানানোর আহ্বান জানিয়েছেন।

এছাড়া তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাধারণ জনগণের কাতারে আসারও আহ্বান জানান।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।