October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শুক্রবার মুক্তি পাচ্ছে 'অচেনা হৃদয়'

বিনোদন ডেস্ক : আগামী ২২ মে শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক এস আই খান পরিচালিত প্রথম ছবি ‘অচেনা হৃদয়’।

আসিফ ইকবাল প্রযোজিত ‘অচেনা হৃদয়’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সুমন ও প্রসূন আজাদ।

পরিচালক এস আই খান জানান, ‘অচেনা হৃদয়’ ছবিটি মূলত ভালবাসার ব্যতিক্রমধর্মী একটি গল্প নিয়ে সাজানো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। এ ছবিতে আরো অভিনয় করেছেন, শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি, টাইগার রবি এবং বিশেষ একটি চরিত্রে ইমন।

‘অচেনা হৃদয়’-এর কাহিনী লিখেছেন মাসুদ হাসান ও অঞ্জন সরকার জিমী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

‘অচেনা হৃদয়’-এর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ছবির পরিচালক আইএস খান, নিবেদক এনায়েত আকবর মিলন, নতুন নায়ক সুমন, ভিলেন টাইগার রবি এবং ছবির সংগীত পরিচালক বেলাল খান।

সূত্র : পরিবর্তন