March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আদালতে ইংলাক, বিচার শুরু মঙ্গলবার

বিদেশ ডেস্ক: থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু হচ্ছে মঙ্গলবার। এ জন্য ব্যাংককের আদালতে উপস্থিত হয়েছেন তিনি।

বিতর্কিত চাল ভর্তুকি প্রকল্পে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

ইংলাক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টে পৌঁছে ইংলাক সাংবাদিকদের বলেন, “আমি নিশ্চিত নিজেকে নির্দোষ প্রমাণিত করব।”

এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন, আদালতে সূচনা বক্তব্যে নিজেকে রক্ষায় প্রস্তুত তিনি।

ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে ইংলাককে দোষী হিসেবে প্রমাণ পেয়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ২০১৪ সালের মে মাসে তাকে অফিস ছেড়ে চলে যেতে বাধ্য করে।

এর এক সপ্তাহ পর সেনাবাহিনী ‘একমাসের বিক্ষোভের প্রেক্ষিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন’ বলে উল্লেখ করে তার ক্ষমতা কেড়ে নেয়।

চলতি বছরের জানুয়ারি মাসে সেনাবহিনী নিয়োজিত আইন পরিষদ চাল ভর্তুকি প্রকল্পের জন্য তাকে পদ থেকে অপসারণ করে। পাঁচ বছরের জন্য তার রাজনীতিও নিষিদ্ধ করা হয়।

Print Friendly, PDF & Email