March 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিশ্বের ৭৫ ভাগ লোকের নেই স্থায়ী চাকরি: আইএলও

বিদেশ ডেস্ক : আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি আরও জানিয়েছে, বিশ্বের চার ভাগের এক ভাগ শ্রমিকের স্থায়ী চাকরি আছে। চার ভাগের ৩ ভাগ শ্রমিক স্বল্প সময়ের চুক্তিতে কিংবা অস্থায়ী কাজে সময় দেন।

জাতিসংঘের এই সংস্থা জানিয়েছে, এই জরিপে বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৮৪ শতাংশের চিত্র উঠে এসেছে।

গবেষণার জন্য তথ্য নেওয়া দেশগুলোতে দেখা গেছে, অস্থায়ী ও চুক্তিভিত্তিক চাকরি দ্রুত বর্ধনশীল। ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে স্থায়ী চাকরির চেয়ে অনেক বেশি বেড়েছে অস্থায়ী চাকরি। এর সঙ্গে পাল্লা দিয়ে স্থায়ী এবং অস্থায়ী চাকরিতে বেতনের পার্থক্যও বাড়ছে।

কর্মক্ষেত্রে নারীদের উপস্থিত বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী চাকরি বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৮৬টি দেশে পরিচালিত এই জরিপে আরও দেখা গেছে, শ্রমজীবী মানুষের ২৪ শতাংশ নারী এবং ১২ দশমিক ৪ শতাংশ পুরুষ সপ্তাহে ৩০ ঘণ্টার কম সময় কর্মক্ষেত্রে ব্যয় করেন। অর্থাৎ এক্ষেত্রে নারীর সংখ্যা পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা কর্মসংস্থান থেকে পেনশন বা অন্য কোনো সুবিধা পান না।

আইএলও আরও জানায়, অস্থায়ী চাকরির নমনীয়তার কিছু সুবিধাও রয়েছে। কিন্তু এতে শ্রমিক শোষিত হওয়ার ঝুঁকিও বাড়ে।

Print Friendly, PDF & Email