October 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সালমার ‘বাঙালি কন্যা’

বিনোদন ডেস্ক : ইদ্রিস হায়দার পরিচালিত ‘বাঙালি কন্যা’ নামের নতুন একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সালমা।

ছবিটির নায়ক-নায়িকা এখনো চূড়ান্ত না হলেও গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির কাজ শুরু হয়েছে। এ সম্পর্কে সালমা বলেন, “বেশ কিছুদিন আগে গানটির রেকর্ডিং হয়েছে। গানটির কথা অনেক চমৎকার। যে কারো গানটি ভালো লাগবে।”

‘তোমার লাগি মন বিবাগী’ শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। চলতি মাসের শুরুর দিকে ‘সোনাবন্ধু’ ছবির তিনটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

সালমা এর আগে ‘প্রেম কয়েদী’, ‘মাটির ঠিকানা’, ‘পাষাণের প্রেম’, ‘তুমি আমার স্বামী’, ‘বাঙালি কন্যা’ সহ বেশ কিছু ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ‘মাটির ঠিকানা’ ছবিতে গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেন।