নিজস্ব প্রতিবেদক : চীন বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষক ও প্রশাসনিক স্টাফদেরকে আইসিটি প্রশিক্ষণ দেবে। তারা উচ্চশিক্ষায় বাংলাদেশের অধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেবে।
শনিবার চীনের কিংদাওয়ে মন্ত্রী পর্যায়ের এক দ্বি-পাক্ষিক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুরোধের জবাবে চীনের শিক্ষামন্ত্রী মি. ঝানিউয়ান দু এসব সহযোগিতার বিষয় নিশ্চিত করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী নাহিদ শিক্ষাসহ বিভিন্ন খাতে অব্যাহত সহায়তার জন্য চীন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
মন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো ক্যাটাগরি ২ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদানে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৯৮তম বোর্ড সভা এবং ইউনেস্কোর ৩৮তম জেনারেল কনফারেন্সে জোরালো সমর্থন দেওয়ার জন্য অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রী বর্তমানে চীনের কিংদাওয়ে ইউনেস্কো আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আইসিটি এ-পোস্ট-২০১৫ এডুকেশন শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে রয়েছেন। তিনি আগামী ২৭ মে ঢাকা ফেরার কথা রয়েছে।
এ বিভাগের আরো..
এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, কমলো নম্বর
সম্মানিত হলেন ১১শত হাফেজ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ইফতার অনুষ্ঠিত