ক্রীড়া প্রতিবেদক : ২০১৪-১৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নিয়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সদ্য শেষ হওয়া মৌসুমে ২৬ গোল করেছেন ‘কুন’ খ্যাত আলবেসেলেস্তি ফুটবলার।
টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন ও চেলসির ডিয়াগো কস্তাকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন আগুয়েরো। চলতি মৌসুমে হ্যারি কেন ২১ আর কস্তা ২০ গোল করেন। সাউদাম্পটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচের শেষ মিনিটে একটি গোল করেন সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড। অবশ্য আগুয়েরো শুধু একাই পুরস্কার পাচ্ছেন না। তার ক্লাব সতীর্থ জো হার্ট সবচেয়ে বেশি ক্লিনশিট বজায় রেখে গোল্ডেন গ্লোভস পুরস্কার জিতে নেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ গোলদাতা:
১. সার্জিও আগুয়েরো (ম্যানসিটি, আর্জেন্টিনা)- ২৬ গোল
২. হ্যারি কেন (টটেনহাম, ইংল্যান্ড)- ২১ গোল
৩. ডিয়াগো কস্তা (চেলসি, স্পেন)- ২০ গোল
৪. চার্লি অস্টিন (কিউপিআর, ইংল্যান্ড)- ১৮ গোল
৫. আলেক্সিজ সানচেজ (আর্সেনাল, চিলি)- ১৬ গোল
এ বিভাগের আরো..
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করলেন জয়
১৫ ধাপ এগোলেন তাসকিন, উন্নতি হয়েছে সাকিব-তামিমের