September 18, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চীনে প্রবল বর্ষণে ৩৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৩

বিদেশ ডেস্ক : চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ১৩ জন নিখোঁজ রয়েছে।
রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকার জানিয়েছে, দেশের কোন কোন অংশে ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত দেখা গেছে। ছয়টি প্রদেশে এই বৃষ্টিপাত হয়েছে। খবর এএফপি’র।
কোন কোন এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।
এদিকে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববার নাগাদ বৃষ্টিপাত হ্রাস পেতে পারে।
সরকারের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝোউ প্রদেশে ১১ জনের মৃত্যু ও ৮ জন নিখোঁজ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এই প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ফুজিয়ান প্রদেশে ভূমিধসে ৫ জন ও পানিতে ডুবে ৪ জন মারা গেছে। এছাড়াও এই প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে আরো দুজন নিখোঁজ হয়েছে।
জিয়াংঝি প্রদেশে ভবন ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভূমিধসে ২ জন ও বজ্রপাতে একজন মারা গেছে।
গত বছরের জুলাই মাসে কয়েক দিনের টানা বর্ষণের কারণে সৃষ্ট এক ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহাণি ঘটে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের দুটি গ্রামে এ ঘটনা ঘটে।