June 18, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভোলার ইলিশা ইউপি সদস্য নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভোলা প্রতিনিধি : শহরতলির পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টা থেকে। শুরুর দিকেই ভোটকেন্দ্রে চার-পাঁচশো ভোটারের উপস্থিতি ছিল। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩,১৭৩ জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের এজেন্টরা জানাচ্ছে, কোথাও কোনো অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশে এটি উদাহরণ হতে পারে।

ভোটকেন্দ্র এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ব্যাপক পুলিশ উপস্থিত রয়েছে।

উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল হক মারা যাওয়ায় ওই শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চার প্রার্থী হচ্ছেন আব্দুল মান্নান, মো. মোসলেউদ্দিন, মজিবল হক ও বিল্লাল হোসেন।