June 23, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালয়েশিয়ার সীমান্তে ১৩৯ কবর ও ২৮ বন্দীশিবিরের সন্ধান

বিদেশ ডেস্ক : মালয়েশিয়ার উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় ১৩৯টি কবর ও ২৮টি বন্দীশিবির পাওয়া গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর।

আজ সোমবার সকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১১ থেকে ২৩ মে পরিচালিত অভিযানে আমরা ১৩৯টি কবর পেয়েছি। এর মধ্যে একটি কবর চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে মাত্র ১০০ মিটার দূরে।

তিনি আরো বলেন, আমাদের কর্মকর্তাদের প্রথম দলটি এখানে এসেছে। তারা লাশ উত্তোলন করবে।