January 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা’

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সচিবালয়ে সোমবার বারভিডার (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকল ইমপোর্টার্স এ্যান্ড ডিলার্স এ্যাসোসিয়েশন) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী বাজেটে এ সুযোগ দেওয়া হবে।