আদালত প্রতিবেদক : সাগরে ভাসমান এবং পাচারকারীদের ক্যাম্পে যে সব বাংলাদেশী নাগরিক বন্দী আছেন তাদের উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাদের উদ্ধারে সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তা প্রতিবেদন আকারে আদালতে আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে আদেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
এ ছাড়া মানবপাচারের সঙ্গে জড়িতদের কেন মানবপাচার প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় বিচার করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাস্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, কক্সবাজারের ডিসি ও এসপি এবং টেকনাফ থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট তাজুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস নামক মানবাধিকার সংগঠনটি রিটটি দায়ের করেন।
এ বিভাগের আরো..
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ৮১তম প্রতিবেদন প্রকাশ
তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ রাষ্ট্রপতির