January 25, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারতের সাথে নৌপথ ট্রেড এ্যাগ্রিমেন্ট সই হবে : নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় নৌপথে দু’দেশের ব্যবসার ব্যাপারে ট্রেড এ্যাগ্রিমেন্ট স্বাক্ষর হবে।

তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথেও বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা বাড়বে।

মন্ত্রী আজ জেলার কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর ল্যান্ডিং ষ্টেশনের সামনের অবৈধ দখলে থাকা স্থান পরিদর্শনে এসে একথা বলেন।

শাজাহান খান বলেন, ইতোমধ্যেই ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করে শীতলক্ষ্যা নদী অবৈধ দখলমুক্ত করা হচ্ছে। এখানে আরো ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নৌপথে চাঁদাবাজি বন্ধে এবং দুর্ঘটনা এড়াতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।

নৌমন্ত্রী বলেন, শীতলক্ষ্যা নদীতে অবৈধ দখল ও চাঁদাবাজির কারণে কাঁচপুরে ল্যান্ডিং ইজারা বিআইডব্লিউটিএ বাতিল ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুরে ১৫ একর জায়গায় ইকো পার্ক নির্মাণেরও প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

নৌ-পরিবহন মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা।

কাঁচপুর থেকে নৌ-পরিবহন মন্ত্রী পরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অফিস পরিদর্শন করেন।