October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারতে তাপদাহে মৃতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক : ভারতে তাপদাহে প্রাণহানির সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভারতের অন্ধ্রপদেশ, তেলেঙ্গানা এবং উরিষ্যায় তাপদাহে ২০২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় অন্ধ্রপদেশে ১৪৬ জন এবং তেলেঙ্গানায় ৫২ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত অন্ধ্রপদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬৩৬ জনে এবং তেলেঙ্গানায় ৫৪১ জনে। উরিষ্যায় মৃতের সংখ্যা ১৭ জন থেকে বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গুজরাটে সাত জন এবং দিল্লিতে দুই জন মারা গেছে।

ভারতের অনেক স্থানে পূর্বের চেয়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে মহারাষ্ট্রের নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দেশটির বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে তাপদাহ এখনও কমেনি।