নিজস্ব প্রতিবেদক : রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া স্ত্রী কল্পনা রাণীকে ফেরাতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছেন স্বামী নির্মল দাস (৫০)।
রোববার রাজধানীর সবুজবাগের দক্ষিণ গাঁও দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
নির্মলের মেয়ে শিখা রানী জানান, মাসখানেক আগে মা কল্পনা রানী দাস বাবার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান। বারবার তাকে ফিরে আসতে বললেও ফিরে না আসায় বাবা বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, সকালে বাবা গোপনে বিষপান করলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নির্মলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিভাগের আরো..
মাদক ও মৌলবাদ রোধে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান হাছান মাহমুদের
প্রধানমন্ত্রী কর্তৃক নারীর ক্ষমতায়ন সারা বিশ্বে প্রশংসিত : মেয়র আতিক
দেশ শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশ ধারায় এগিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের