September 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নতুন আঙ্গিকে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, গতানুগতিক নীতিতে পরিবর্তন এনে ২০১৫-১৬ অর্থবছরের নতুন আঙ্গিকে বাজেট উপস্থাপন করা হবে। একাধিক বিষয়েও ওপর গুরুত্বারোপ না করে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের অনুঘটক হিসেবে মানবসম্পদ উন্নয়ন বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হবে।

এ সপ্তাহের শেষ দিকে আলোচিত বছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করবেন তিনি।

মুহিত বলেন, তবে এই ভিন্ন আঙ্গিকের উপস্থাপনা থেকে অবশ্য অবকাঠামো, গ্যাস ও বিদ্যুতের টার্গেট অর্জনের বিষয় বাদ যাবে না।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেক্টরের আরো উন্নয়নের বিষয়ে প্রস্তাব থাকবে এ বাজেটে।

অর্থমন্ত্রী ইতোমধ্যেই জিডিপি’র লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৩ নির্ধারণের লক্ষ্য স্থির করার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, আগামী অর্থবছরের অগ্রাধিকার তালিকায় বিদ্যুৎ ও পরিবহনের বিষয়ও থাকবে। অবশ্য মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ মনযোগ দেয়া হবে।

মুহিত বলেছেন, আসন্ন বাজেটে পদ্মা সেতু, মেট্রোরেল ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মতো চলমান বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।

অর্থমন্ত্রী অভ্যন্তরীণ সম্পদ আহরণের দ্রুত বৃদ্ধি ঘটবে বলেও আশাবাদী। গত ৫ বছর ধরে এটি দুই শতাংশের ওপরে রয়েছে, যা পূর্ববর্তী বছরগুলোর চেয়ে অনেক বেশি।