নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে বাস চলাচলে একটি চুক্তির অধীনে দুটি প্রটোকলের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ সড়ক প্রটোকলের আওতায় কলকাতা-ঢাকা-আগরতলা রুট ও ঢাকা-সিলেট-সিলং-গৌহাটি রুটে দু’দেশের বাস চলাচল করবে। এরই মধ্যে এ দুটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এলে এ চুক্তি ও প্রটোকলগুলো স্বাক্ষরিত হবে।”
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসছেন।
এ বিভাগের আরো..
গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়
মোর্চা করে লাভ নেই, আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে : তথ্যমন্ত্রী