March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সোলার ইমপালসের জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক : সৌরশক্তিচালিত বিমানের মাধ্যমে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড ভাঙ্গার চেষ্টা বাতিল হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে সোলার ইমপালস অবতরণের জন্য জাপানে ফিরে যাচ্ছে।

চীন থেকে হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা করার ৩৬ ঘণ্টা পর যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। সোলার ইমপালসের পুরো দলটি এখন পরিষ্কার আকাশের অপেক্ষায় জাপানে অপেক্ষা করবে।

বিমানটিতে একাই উড়ছেন সুইস পাইলট আন্দ্রেঁ বোর্শবার্গ। টুইটারবার্তায় তিনি বলেছেন, তিনি হতাশ, তবে পরবর্তী প্রচেষ্টার জন্য অপেক্ষা করছেন।

মোনাকোতে অভিযানের কন্ট্রোল রুম থেকে প্রকল্পটির সহ-প্রতিষ্ঠাতা, বেট্রান্ড পিকার্ড বলেছেন,”আমরা অভিযাত্রী, ডেয়ারডেভিল নই।”

নাগোয়ার কোমাকি বিমানঘাঁটিতে স্থানীয় সময় ২৩:০০ টায় (জিএমটি ১৪:০০) বিমানটি অবতরণ করার কথা রয়েছে।

সোলার ইমপালসের ওয়েবসাইট থেকে বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে।

তথ্যসূত্র: বিবিসি।

Print Friendly, PDF & Email