October 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চীনে ডুবে যাওয়া জাহাজে এখনো কিছু যাত্রী জীবিত

বিদেশ ডেস্ক : চীনে ডুবে যাওয়া জাহাজে এখনো কিছু যাত্রী জীবিত রয়েছে। জাহাজ থেকে এ পর্যন্ত পাঁচজনের মৃতদেহ ও ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

উদ্ধার হওয়া আরোহীদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীও রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার দক্ষিণ চীনের হুবেই প্রদেশের ইয়াংজি নদীতে ঝড়ের কবলে পড়ে ৪৫৮ জন যাত্রী নিয়ে ইস্টার্ন স্টার নামে চার ডেকের ওই জাহাজটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে বেশিরভাগই চীনের বয়ষ্ক পর্যটক। খবর অনুযায়ী জাহাজ ডুবে যাওয়ার আগে উদ্ধারের জন্য এসওএস সঙ্কেত পাঠাতে পারেনি।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মীরা উল্টে থাকা জাহাজ থেকে যাত্রীদের উদ্ধারের আকুতি শুনতে পেয়েছেন।

১২টি উদ্ধারকারী জাহাজ ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির সঙ্গে লড়াই করে ডুবে যাওয়া জাহাজের কাছে যাওয়ার চেষ্টা করছে। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

চায়না সেন্ট্রাল টেশিভিশন (সিসিটিভি) জানায়, দুর্ঘটনার খবরে পেয়ে যাত্রীদের উদ্ধারে কয়েকশ সৈন্য ও উচ্চ ক্ষমতাসম্পন্ন উদ্ধার জাহাজ রওনা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনুহয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী লি কেকিয়াংও ঘটনাস্থলে রওনা হয়েছেন।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, জাহাজটিতে ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়নি। জীকন রক্ষার জন্য পর্যাপ্ত বয়াও ছিল জাহাজাটিতে।