September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাচার বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে

নিজস্ব প্রতিবেদক : পাচার হওয়া বাংলাদেশিদের যাচাই বাছাই করে এক মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত সমুদ্রপথে নিয়মবহির্ভূত অভিবাসন বিষয়ে আঞ্চলিক বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র সচিব বলেন, “এই ইস্যুতে তিন দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনগুলো খুব তৎপর।”

তিনি আরও বলেন, “বৈঠকে মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।”

শহিদুল হক বলেন, “একটি রাষ্ট্রের একার পক্ষে এ সংকট সমাধান সম্ভব নয়।” এসময় তিনি বলেন, “অবৈধ অভিবাসনের পেছনে দারিদ্যই একমাত্র কারণ নয়।”

উল্লেখ্য, থাইল্যান্ডে অনুষ্ঠিত ওই আঞ্চলিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শহিদুল হক।