March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ম্যাগি নুডলসে ক্ষতিকর কিছু মেলেনি: বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক : পণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) জানিয়েছে, ম্যাগিসহ দেশে পাঁচ কোম্পানির নুডলসে ক্ষতিকারক কোনো উপাদান পাওয়া যায়নি।

Maggi

মঙ্গলবার বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস বিভাগের পরিচালক কমল প্রসাদ দাস সাংবাদিকদের বলেন, “ম্যাগিসহ পাঁচ কোম্পানির নুডলস আমরা পরীক্ষা করে দেখেছি। কোনোটিতেই ক্ষতিকারক মাত্রায় কোনো উপাদান পাওয়া যায়নি।”

ম্যাগি ছাড়াও নিউজিল্যান্ড ডেইরির ‘ডুডুলস’; কল্লোল থাই ফুডের ‘মামা’; ইফাদ মাল্টি প্রোডাক্টের ‘ইফাদ এগি’ ও প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান নাটোর এগ্রো লিমিটেডের ‘মিস্টার’ নুডুলসও পরীক্ষা করেছে বিএসটিআই।

প্রসঙ্গত, সম্প্রতি ইন্ডিয়া নেসলের উৎপাদিত ম্যাগি নুডলসে উচ্চমাত্রার সীসা থাকার অভিযোগ পাওয়া গেছে। গত মার্চ মাসে ভারতের উত্তর প্রদেশে এই অভিযোগ উঠার পর ম্যাগি নুডলস পরীক্ষার উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email