November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পণ্য রফতানিতে বাড়ছে উৎসে কর

সংসদ প্রতিবেদক : ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে ২০১৫-১৬ অর্থবছর থেকে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য রফতানিতে উৎসে করের হার বাড়ানো হচ্ছে।

এ জন্য অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ৫৩ বিবি এবং ৫৩ বিবিবিবি ধারার সংশোধনী আনা হচ্ছে। এর মধ্য দিয়ে নতুন অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে ১ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে (২০১৪-১৫) পণ্য রফতানিতে দুই স্তরে উৎসে কর আদায় হচ্ছে। তৈরি পোশাক খাত থেকে দশমিক ৩০ শতাংশ হারে এবং অন্যান্য রফতানি খাত থেকে দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর নেওয়া হচ্ছে।