March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিমানের টিকিটে ৫০০ টাকা বেশি দিতে হবে

সংসদ প্রতিবেদক : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে ৫ কোটি টাকার অধিক ব্যাংক জমার ওপর আবগারি শুল্কও বাড়ানো হয়েছে।

অর্থবিল ২০১৫ তে ‘এক্সাইজ ও সল্ট আইন, ১৯৪৪’ সংশোধনের মাধ্যমে এসব শুল্ক বাড়ানো হয়েছে।

নতুন আইন অনুযায়ী, ইউরোপসহ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বিমান টিকিটের আবগারি শুল্ক ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে।

তবে অভ্যন্তরীণ রুট, সার্কভুক্ত দেশ ও সার্কবহির্ভূত এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণে বিমান টিকিটের আবগারি শুল্ক হার বাড়ছে না।

এছাড়া ব্যাংক হিসাবে বছরে ৫ কোটি টাকার অধিক জমা থাকলে ১০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক আদায় করা হবে। অপরিবর্তিত থাকবে অন্যান্য জমার ক্ষেত্রে আবগারি শুল্ক আদায়ের হার।

Print Friendly, PDF & Email